আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বে করোনা: একদিনে মৃত্যু ১৮৮৩, বেড়েছে শনাক্তও

করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও শনাক্ত কখনো কমছে আবার কখনো বাড়ছে। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ হাজার ৮৮৩ জন। মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৩৯৮ জনের। নতুন শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার ৫৩ জন।

আজ শনিবার (২৭ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৮৩ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ৬ লাখ ৮৬ হাজার ৫৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৪৭ লাখ  ৮৬ হাজার ৬০৮। মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৩৯৮ জনের।

গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন করোনা শনাক্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৩১২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ব্রাজিলে ১৩৬ জন, জার্মানিতে ১০১, ইতালিতে ৯৯ জন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াতে ৮১, স্পেনে ৭০, মেক্সিকোতে ৬৪, অস্ট্রেলিয়ায় ৫৫ জন, ফ্রান্সে ৫১ জন এবং ইরানে ৩৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন