নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের
১৭ তম ওভারের ২য় বল। ঠেলে দিয়ে সাকিব আল হাসান নিলেন এক রান। এই সিঙ্গেল নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম ফিফটি পূরণ করলেন সাকিব। তবে অর্ধশত হাঁকিয়ে তেমন উদযাপনও করলেন না টাইগার অলরাউন্ডার।
সাকিবকে নিয়ে কতো কথাই হচ্ছে। তার পারফর্ম নেই ব্যাটে ও বলে। দল থেকে বাদ দেওয়ার কথাও ওঠে অনেকের ভাষ্যে। এমনকি লজ্জায় নিজে থেকেই টি-টোয়েন্টি থেকে অবসর বলা উচিৎ বলেও কড়া মন্তব্য করেছেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ শেবাগ।
সব সমালোচনার জবাব এক ম্যাচেই দিয়ে দিলেন বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার। নেদারল্যান্ডসের বিপক্ষে তার করা ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত ইনিংসটিতেই ১৫৯ রানের সংগ্রহ আসে বাংলাদেশের। এছাড়াও তানজিদ ৩৫ এবং মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৫ রান।
বড় সংগ্রহের তাড়ায় খেলতে নেমে তেমন প্রতিযোগিতাই দেখাতে পারেনি নেদারল্যান্ডস। ২৫ রান পিছিয়ে থেকে মেনে নিতে হয়ে পরাজয়।