আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানে মৃতের সংখ্যা ১০০০, জরুরি অবস্থা জারি

পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার। এমন পরিস্থিতির মধ্যে দেশটি বিশ্বের অন্যান্য দেশের কাছে সহযোগিতা চেয়েছে। যদিও বন্যা মৌসুমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাতসহ অন্যান্য দেশ সহযোগিতা দিয়েছে। কিন্তু যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে আরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন একজন পাক মন্ত্রী।

আজ রোববার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওই মন্ত্রী বলেন, বন্যায় এ পর্যন্ত কমপক্ষে ১০০০ মানুষের মৃত্যু হয়েছে। এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

তিনি বলেন, এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান সরকার তার সর্বোচ্চ শক্তি বিনিয়োগ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।

পাক মন্ত্রী আরও বলেন, বন্যার করুণ পরিস্থিতির কারণে অনেক পরিবার হতাশার মধ্যে রয়েছে। এমন অবস্থায় আমাদের অধিক আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন।

মন্ত্রী বলেন, যদিও পাকিস্তান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এমন অবস্থায় বন্যার কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে গেছে।

কেএস 

 

এ সম্পর্কিত আরও পড়ুন