বাংলাদেশ

ইউক্রেন যুদ্ধ শেষ করতে তিন শর্ত পুতিনের

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তিনটি শর্তের কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর- দ্য গার্ডিয়ান  

শর্ত তিনটি হলো আরও ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে, দেশের আরও ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে।

সুইজারল্যান্ডে এ সপ্তাহে পশ্চিমাদের নেতৃত্বে ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই পুতিন তাঁর শর্তের বিষয়গুলো সামনে আনলেন।

বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি ও সংস্থা সুইজারল্যান্ডের ওই সম্মেলনে অংশ নেয়। ওই সম্মেলনে অবশ্য রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। এর মধ্যে আজ শুক্রবার পুতিন তাঁর শর্তের বিষয়টি সামনে আনলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন