আর্কাইভ থেকে বাংলাদেশ

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন শামসুল হক টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুল হক টুকু।

আজ রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদে সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। তবে তিনিই একমাত্র প্রার্থী ছিলেন।

জাতীয় সংসদের চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদের ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন। এতে সমর্থন করেন সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে তা সংসদে পাস হয়।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু পাবনা-১ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

আজ সন্ধ্যা ৭টায় সংসদ ভবনে নতুন ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এ সম্পর্কিত আরও পড়ুন