আর্কাইভ থেকে বাংলাদেশ

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

সাভারে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

আজ সোমাবার (২৯ আগস্ট) সকালে পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মণি বেগম (৩৪)। তিনি চার সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। 

নিহত ওই নারীর পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানায়, গেলো কয়েকদিন ধরে স্ত্রী মণি বেগমকে বাবার বাড়ি থেকে যৌতুকের জন্য কয়েক হাজার টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী খালেদ মিয়া। পরে স্ত্রী টাকা আনতে অস্বীকার করলে সকালে নিজ বাড়িতে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী খালেদ মিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, নিহত ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন