অধিনায়কত্ব ও কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ও ওডিআই অধিনায়ক কেন উইলিয়ামসন সাদা বলের দায়িত্ব থেকে সরে গেছেন। পাশাপাশি ২০২৪-২৫ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের যে কেন্দ্রীয় চুক্তি, সেখানেও থাকতে রাজি নন তিনি। নিউজিল্যান্ডের হয়ে পুরোপুরি সময় বের করতে পারবেন না, এমনটি মনে করেন উইলিয়ামসন।
নির্দিষ্ট কোনো লিগের কথা উইলিয়ামসন উল্লেখ করেননি। তবে বিদেশি লিগ খেলবেন, এমনটি জানিয়েছেন। ফলে দলের হয়ে পূর্ণ সময় বের করা তার জন্য কিছুটা জটিল হবে। ফলে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজে থেকেই সরে গেছেন।
উইলিয়ামসন বলেন, ‘নিউজিল্যান্ডের গ্রীষ্মে বিদেশি সুযোগ গ্রহণ করার অর্থ হচ্ছে, আমি কেন্দ্রীয় চুক্তির অফারটি নিতে পারছি না।‘
পরিবারকে সময় দেওয়ার ব্যাপারটিও এখন ভাবছেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটের হয়ে খেলা তার কাছে সবসময় স্বপ্নের মতো ছিল। সেটা এখনো আছে। আর সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তার প্রভাব পড়েছে উইলিয়ামসনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তা বলা যায় নিশ্চিতভাবেই।
চলতি বিশ্বকাপ প্রথম রাউন্ড পেরোতে পারেনি নিউজিল্যান্ড। ২০১৪ সালের পর সেমি ফাইনালে ওঠা হয়নি দলটির। তিন সংস্করণ মিলিয়ে ৩৫৯ টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। নেতৃত্ব দিয়েছেন ৪০ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৭৫ টি টি-টোয়েন্টি ম্যাচে।
এম/এইচ