অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে স্টইনিস, তিনে সাকিব
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বলের লড়াইয়ে মেতে উঠেছে দলগুলো। আর খেলোয়াড়দের র্যাংকিংয়েও আসছে নানা পরিবর্তন। এবার অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টইনিস। আর বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ থেকে উঠেছেন ৩ নম্বরে।
মোহাম্মদ নবী সম্প্রতি উঠেছিলেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে। আর সাকিব আল হাসান নেমে যান পাঁচ নম্বরে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফরম্যান্স সাকিবের র্যাংকিংয়ে প্রভাব রাখে। পরে অবশ্য নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে দলের হয়ে ভূমিকা রাখেন তিনি।
ফলে আবারও তিনে উঠলেন সাকিব। আর অস্ট্রেলিয়ার হয়ে গ্রুপ পর্বে বল হাতে ৬ উইকেট, ব্যাট হাতেও ৩ টি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন স্টইনিস। তার পুরস্কার পেয়েছেন তিনি। নামিবিয়ার বিপক্ষে ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই তারকা। অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে দলের প্রয়োজনে ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি।
সাকিব তিনে আর অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই নম্বরে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চার নম্বর জায়গাটি এখন নবীর কাছে এসেছে।