ক্রিকেট

বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চান হাফিজ

বাংলাদেশ সুপার এইট খেলছে। সেখানে কঠিন তিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাদের। আশা তো দেখতেই হয়। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজও আশা করছেন বাংলাদেশকে নিয়ে। সুপার এইট থেকে সেমিফাইনালে যাবে নাজমুল হোসেন শান্ত’র দল, এমন মন্তব্য রেখেছেন তিনি।

বিশ্বকাপের আগে সময়টা ভালো যায়নি বাংলাদেশের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার তো অনেকটা পিছিয়ে দিয়েছে দলকে। বাংলাদেশের সমর্থকদের মন্তব্য শুনলে পরিষ্কার হবে যে, তারা দল নিয়ে তেমন আশা করেননি। এই দল যে সুপার এইটে খেলছে, সেটা আনন্দের খবর বটে।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর, নেদারল্যান্ডস ও নেপালকেও হারিয়েছে বাংলাদেশ। জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভালো ক্রিকেট খেলেছে তারা, এমন কথা বলছেন অনেকেই। বিশেষ করে বোলিংয়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে পেসার ও স্পিনাররা। ব্যাটিং নিয়ে অনেকটা দুর্বলতা রয়েছে দলটির।

পিটিভি স্পোর্টস এর একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সাবেক ক্রিকেটার হাফিজ বলেন, 'আমরা সবাই জানতাম, তারা এটা করতে পারবে (সুপার এইট)। আপনি যদি তাদের যাত্রার দিকে তাকান, তারা সবসময় নিজেদের পারফরম্যান্সের নিচে অবস্থান করছিল। তবে এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর, তারা শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তাদের শরীরী ভাষা ঠিক আছে, ক্রিকেট যেমন- যে অনুযায়ী চরিত্র দেখাতে পারছে।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতেও সুযোগ ছিল বাংলাদেশের। জেতার মতো অবস্থাতেই ছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত জয় অর্জিত হয়নি। হাফিজ বলেন, 'সেই ম্যাচ তাদেরকে প্রতিযোগিতায় টিকে থাকতে আত্মবিশ্বাস জুগিয়েছে। বাংলাদেশ ভালো করবে বলে আমি বিশ্বাস করি। এশিয়ান জায়ান্টদের মধ্যে যারা ছিল, পাকিস্তান ও শ্রীলঙ্কা বাদ পড়েছে। আমি এখন তাদের (বাংলাদেশ) ভালো খেলা দেখতে চাই এবং সেমিফাইনালে দেখতে চাই।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ভারত ও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন