তিস্তায় ২৬ যাত্রী নিয়ে নৌকাডুবি, শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন সাত জন।
বুধবার (১৯ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের পশ্চিম বজরা খামার ধামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছের খেয়াঘাট এলাকা থেকে খামার ধামারহাট এলাকার জয়নাল আবেদীনের পরিবার ও তাদের আত্নীয়স্বজন মিলে মোট ২৬ জন ব্যক্তি একটি নৌকায় উঠে। তাঁরা তিস্তার ওপারে রংপুর পীরগাছা উপজেলায় আলীবাবা থিম পার্ক এলাকায় জয়নাল আবেদীনের ছেলের শ্বশুরবাড়ীতে ঈদ পরবর্তী দাওয়াত খাইতে যাইতেছিল। কিন্তু নৌকাটি ঘাট থেকে ছেড়ে দেওয়ার কিছুদূরের মধ্যেই তিস্তার প্রবল স্রোতে উলটে গিয়ে ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতরে এবং কয়েকজনকে স্থানীয়রা নৌকায় করে উদ্ধার করে। পরে খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারে নামে। এসময় নদী থেকে উদ্ধার নয় জনকে হাসপাতেল পাঠানো হয় এবং একজন দুই বছরের শিশুর মৃত্যু লাশ উদ্ধার করা হয়। মৃত উদ্ধার ওই শিশুর নাম আয়শা(২)। সে আজিজুর রহমানের মেয়ে। এছাড়াও ওই নৌকাডুবির ঘটনায় জয়নাল আবেদীনের ভাগনা আনিছুর রহমান ও তাঁর স্ত্রী এবং একই পরিবারের চারজনসহ অন্তত ৮ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় ইউপি বাসিন্দা ও উদ্ধার কর্মী মাহমুদুল হাসান সাগর বলেন, সন্ধ্যার দিকে খামার বজরা গ্রামের জয়নাল আবেদীনের পরিবারের ২৬ জন সদস্য ওপারে পীরগাছা উপজেলায় দাওয়াত খাইতে যাওয়ার সময় নৌকাডিবির ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ১৮ জনকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, স্থানীয় বাসদিন্দা ও নৌকাডুবির ঘটনায় উদ্ধার যাত্রীদের মাধ্যমে জানা গেছে নৌকায় ২৬ জন যাত্রী ছিল। নদী থেকে এ পর্যন্ত ১৭ জন জীবিত ও একজন মৃত্ শিশুকে উদ্ধার করা হয়েছে। অন্তত ৮ জন যাত্রী নিখোঁজ আছে বলে স্থানীয়রা দাবী করছেন। আমরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি।
জেএইচ