ক্রিকেট

'এখান থেকে যেকোনো প্রাপ্তিই হবে বোনাস'

গ্রুপ পর্ব পেরোনো হয়েছে। এখন লক্ষ্য সুপার এইট। বাংলাদেশ দলের সামনে ৩ শক্ত প্রতিপক্ষ; অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। শুক্রবার (২১ জুন) ভোর ৬ টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইটের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে কথা বলেছেন নানা বিষয় নিয়ে।

অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে বাংলাদেশ। এই মাঠে কোন পরিকল্পনা নিয়ে নামবে বাংলাদেশ দল, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাথুরুসিংহে বলেন, 'পরিকল্পনা অন্য সব দলের মতোই, ব্যাটিং কিংবা বোলিংয়ে আমরা শক্তিশালী শুরু পেতে চাই। তবে অনেক জায়গাতেই ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ। আর পিচের চরিত্র বোঝাও খুব কঠিন।'

ভিভ রিচার্ডস স্টেডিয়ামের উইকেট এখনো দেখেননি বাংলাদেশ কোচ। সেখানে ফিল্ডিং সেশন করেছে দল। উইকেট তখন ঢাকা ছিল বলে, হাথুরুসিংহের দেখার সুযোগ হয়নি। তবে মাঠের বাতাস প্রবাহিত হওয়ার গতিবিধি সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন তিনি। যার গুরুত্ব বুঝিয়েছেন নিজের কথায়।

সুপার এইটে ওঠার লক্ষ্য পূরণ হওয়ায় বেশ খুশি হাথুরুসিংহে। আর এই পর্যায় থেকে সামনে যা অর্জন হবে, তা ‘বোনাস’ হিসেবে উল্লেখ করেন তিনি, 'সুপার এইটে ওঠা ছিল এই টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য। আমরা সেটা অর্জন করতে পেরেছি, বোলাররা আমাদের টিকিয়ে রেখেছে।'

তিনি যোগ করেন, 'আমরা কন্ডিশন বুঝে খেলেছি, কন্ডিশনকে নিজেদের পক্ষে ব্যবহারও করতে পেরেছি। এখানে আসতে (সুপার এইট) পেরে আমরা খুবই খুশি, আর এখান থেকে যেকোনো প্রাপ্তিই হবে বোনাস। তাই আমরা বেশ স্বাধীনতা নিয়েই খেলব। তিনটি দলকেই আমরা যতটা সম্ভব চ্যালেঞ্জ ছুড়ে দেব।'

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন