আর্কাইভ থেকে জাতীয়

মর্টারশেলের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

মিয়ানমার থেকে উড়ে এসে বান্দরবান সীমান্তে দুটি মর্টারশেল পড়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে এ প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে ঢাকা। এ বিষয়ে রাষ্ট্রদূত‌কে এক‌টি মৌখিক নোট দেয়া হয়েছে। জানালেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আজ সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রসচিব জানান,  মিয়ানমারের রাষ্ট্রদূত‌কে আজ (‌সোমবার) আমরা ডে‌কে‌ছি। তাকে একটা মৌখিক নোটের মাধ‌্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। যেন এ ধর‌নের ঘটনা আর না ঘটে।

তিনি বলেন, যে ঘটনা ঘটেছে সেটার ব‌্যাপা‌রেও আমরা নিন্দা প্রকাশ ক‌রে‌ছি।

রোববার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে ওই মর্টারশেলগুলো এসে পড়ে। এ সময় হতাহতের ঘটনা ঘটেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন