আর্কাইভ থেকে বাংলাদেশ

আটকের পর দেশে ফিরলেন ৮৮ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াসার কারণে পথ ভুলে ভারতের জলসীমায় ঢুকে যাওয়ার পর আটক হয় বাংলাদেশী ৮৮ জন জেলে। আটকের সাড়ে ৬ মাস পর আইনি প্রক্রিয়া শেষে অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তারা। 

গেলো সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ বিজিবিকে ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে, কুতুবদিয়ার ২৯, মহেশখালীর ২৭, ৮৮ জন জেলেকে সাতক্ষীরা শ্যামনগরে হস্তান্তর করা হয়। এ বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন জেলেদের সঙ্গে থাকা সাজ্জাদুর ইসলাম। 

তিনি জানান, সন্ধ্যায় ৬টার দিকে আমরা বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগরে পৌঁছান। বর্তমানে আমরা বঙ্গোপসাগরে বাঁশখালী, কক্সবাজার, মহেশখালী আসার পথে।  

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, চলতি বছর ১৬ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুয়াশায় পথ ভুলে গিয়ে ভারতে অনুপ্রবেশ করার দায়ে সাড়ে ছয় মাস কারাভোগের পর দেশে ফেরার খবর পেয়েছি। জেলেরা ভারতে আটক থাকার সময় জেলে পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে কয়েকবার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছিল।

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন