আর্কাইভ থেকে বাংলাদেশ

সুইস ব্যাংক: বিএফআইইউ প্রধানকে হাইকোর্টের তলব

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের (সুইস ব্যাংক) বিষয়ে নাম ঠিকানা মেনসন ছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রতিবেদন গ্রহণ করেনি হাইকোর্ট। একই সঙ্গে বুধবার (৩১ আগস্ট) বিএফআইইউ কর্মকর্তা মাসুদ বিশ্বাস কে তলব করেছে হাইকোর্ট। 

মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে রাষ্ট্রদূতের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে আদালত স্বপ্রনোদিত হয়ে আদেশ দিয়েছিলেন। আদেশে সুইস ব্যাংকে অবৈধভাবে বাংলাদেশীরা যেসব অর্থ জমা রেখেছেন বা পাচার হয়েছে এ বিষয়ে সরকার বা দুদক কোন পদক্ষেপ নিয়েছে কিনা তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।  

আদালত স্বপ্রনোদিত হয়ে দুদক এবং রাষ্ট্রপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করেন। আদালত সংবাদের রেফারেন্স টেনে জানতে চান কি পরিমাণ অর্থ সুইস ব্যাংকে পাচার হয়েছে এবং এ বিষয়ে সরকার ও দুদক কি পদক্ষেপ নিয়েছে তা জানানোর নির্দেশ দেন। এ সময় আদালত বলেন এ সংক্রান্ত পত্র-পত্রিকা সহ  দুদক আইনজীবী এবং রাষ্ট্রপক্ষকে  বিষয়টি অবহিত করতে নির্দেশ দেন।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন