আর্কাইভ থেকে বাংলাদেশ

‘২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে জিয়া’

আওয়ামী লীগ, ছাত্রলীগের প্রায় ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিন সেই খুনী জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়। গুমের রাজনীতি শুরু করেছে ওই জিয়া। বললেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। 

বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে তিনি এ কথা বলেন।

আবদুস সোবহান বলেন, ‘আত্মস্বীকৃত খুনীদের বিচার না করে ইনডেমিনিটি বিল পাস করে সেই খুনীদের রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রতিষ্ঠিত করেছে।’ 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনী কর্ণেল ফারুককে লাইসেন্স দেয়। যারা যুদ্ধবিরোধী, মানবতাবিরোধী গোলাম আজম, পাকিস্তানী নাগরিক পূর্ব পাকিস্তান রক্ষাকারী বাহিনীর আহ্বায়ক তাদের পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। ’

‘সাড়ে ১১ হাজার দালাল, যুদ্ধাপরাধী যারা বিচারাধীন ছিলো। বঙ্গবন্ধু যাদের বিচার শুরু করে গেছেন, সেই দালাল আইন পাস করে তাদের জেল থেকে বের করেছিলো জিয়াউর রহমান।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। বিমানবাহিনীর ৬৬২ জন  মুক্তিযোদ্ধা অফিসারদের ফাঁসি দিয়েছে।’ 

‘ছাত্রবৃত্তি নামে, শিক্ষা সফরের নামে শিক্ষার্থীদের হাতে মদ, জুয়া, টাকা তুলে দিয়েছে। ছাত্র সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে জিয়াউর রহমান।’ 

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন