পাকিস্তান নারী দলের নতুন প্রধান কোচ নিয়োগ
পাকিস্তানের পুরুষ দলের সাবেক নির্বাচক ও ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে দেশটির নারী ক্রিকেটের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নারীদের এশিয়া কাপ সামনে রেখে এই নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাবেক বোলার জুনায়েদ খান ও আব্দুর রহমান সহকারী কোচ ও স্পিন বোলিং কোচ হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করবেন। কোনো ব্যাটিং কোচ এখনো নিয়োগ করা হয়নি। এই জায়গায় ওয়াসিম নিজে হয়তো দায়িত্ব পালন করবেন।
শ্রীলঙ্কার ডাম্বুলাতে ১৯ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত নারীদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। মূলত এই টুর্নামেন্ট পর্যন্তই কোচদের নিয়োগ করা হয়েছে। এরপর আরও বাড়ানো হবে কিনা চুক্তির মেয়াদ, সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।
নারীদের টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের দায়িত্ব কিছুটা চ্যালেঞ্জিং হওয়ার কথা ওয়াসিমের জন্য। দলটি খুব একটা ভালো অবস্থায় নেই এই সংস্করণে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ৮ টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচে জয় পায় পাকিস্তান নারী দল।
এম/এইচ