ক্রিকেট

কাবুলের ফ্যান পার্কে খেলা দেখবে আফগানরা

আফগানিস্তান ক্রিকেট দলের সমর্থকদের জন্য ‘ফ্যান পার্ক’ ঘোষণা করেছে দলটির ক্রিকেট বোর্ড। ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে আগামীকাল (২৭ জুন) সকাল সাড়ে ৬ টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগান দল। প্রথমবারের মতো বিশ্বকাপ সেমি খেলার আনন্দে আত্মহারা এক দল এখন রশিদ খানরা। এরমধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলে ‘ফ্যান পার্ক’ এর ঘোষণা দিল বোর্ড।

কাবুল ক্রিকেট গ্রাউন্ডে এই আয়োজন হচ্ছে। যেখানে আফগান সমর্থক ও দর্শকরা এসে একত্রিত হবেন। দলটির সেমিফাইনাল খেলা উপভোগ করবেন। শুধু তাই নয়, সবাই একসাথে আনন্দ করবে, খাওয়াদাওয়া করবে- এমন ব্যবস্থাও রাখা হবে।

The ACB invites Kabul cricket fans to a special fan park event at the Kabul Cricket Ground. Join us, watch the game up close, and cheer for #AfghanAtalan! 🤩

Let’s create an unforgettable atmosphere and show our unwavering support!#AFGvSA | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/5Dk1MZDrGh

— Afghanistan Cricket Board (@ACBofficials) June 26, 2024

এর আগে কখনো বিশ্ব আসরে সেমিফাইনাল খেলা হয়নি আফগানিস্তানের। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে হারিয়ে সেই স্বপ্ন পূরণ হচ্ছে আফগানদের। দলটির অধিনায়ক রশিদ খান এক ভিডিও বার্তা দিয়েছেন। যে বার্তায় তিনি সমর্থকদের একত্রিত হওয়ার আহ্বান জানান। আফগানিস্তানের হয়ে সমর্থন দেওয়ার কথা বলেন।

দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে আফগান দল। এমন সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না দলটি।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন