বছরে দুই হাজার দক্ষ কর্মী নেবে আমিরাত : প্রতিমন্ত্রী
প্রতিবছর বাংলাদেশ থেকে দুই হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাত। চলতি বছর বাংলাদেশ থেকে ১ হাজার ৩০০ ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেওয়া হবে। বললেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ জুন)দুপুরে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে এ নিয়োগ শুরু হয়েছে। চলতি বছর ১৩শ কর্মী পাঠানো হবে। এর মধ্যে ১০০০ মোটরসাইকেল এবং ৩০০ ট্যাক্সি চালক রয়েছে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, সংযুক্ত আরব-আমিরাতে সফরে গিয়ে ৪০টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছিলেন। এদের মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে তারা কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এতদিন প্রতিবছর ৫০০ এর মত কর্মী আরব আমিরাতে যাচ্ছে। এখন থেকে প্রতিবছর যাবে দুই হাজার কর্মী।
এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, পরবর্তী বছরগুলিতে ২ হাজার কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।
আই/এ