আর্কাইভ থেকে বাংলাদেশ

কলম্বিয়ায় বন্দুকধারীর হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত

কলম্বিয়ায় পশ্চিমাঞ্চলে বিস্ফোরণ ও বন্দুকধারীর হামলায় আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের এক মুখপাত্র জানান, অতর্কিত হামলায় তাদের গুলি করে হত্যা করা হয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৬০ বছর ধরে চলা অশান্ত পরিস্থিতি শান্ত করার জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এক মাসেরও কম সময় আগে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটি নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা। 

টুইটারে পেট্রো বলেন, এসব হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।

কর্মকর্তারা যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন সেখানে বিস্ফোরণ ঘটানো হলে তারা মারা যান। এ হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট পেট্রো।

সম্প্রতি ভেনেজুয়েলায় সীমান্তের ওপারে লড়াইয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ভিন্ন মতাবলম্বী কমান্ডার নিহত হয়েছেন। যারা তাদের পূর্বসূরিদের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন