জর্জিয়ার ফুটবলারদের জন্য ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা
ইউরো খেলার অভিজ্ঞতা এর আগে কখনো ছিল না জর্জিয়ার। পর্তুগালের বিপক্ষে সেই জর্জিয়া ম্যাচ জিতে নিয়েছে। শেষ ষোলোতে পা রেখেছে এই দেশটি। ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে হারিয়েছে ২-০ গোলে। এমন কীর্তিতে পুরস্কার ঘোষণা হয়েছে জর্জিয়ার ফুটবলারদের জন্য। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিশভিলি এই পুরস্কারের ঘোষণা দেন।
জর্জিয়ার জন্য এ এক ইতিহাসই বটে! এই ম্যাচের নায়ক খিচা কাভারাস্কেইয়া। এর আগে কখনো এমন কিছু অর্জন করেনি তারা। প্রধানমন্ত্রী ইভানিশভিলি ৩ কোটি জর্জিয়ান লারি প্রদান করবেন দলের খেলোয়াড়দের। যা বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ৪৯ লাখ টাকারও বেশি। শেষ ষোলোতে যদি স্পেনকে হারাতে পারে দলটি তবে আরও ১২৫ কোটি টাকা পুরস্কারের ঘোষণা আছে জর্জিয়ার জন্য।
জর্জিয়ার শাসক দল ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা ইভানিশভিলি। এই দল প্রতিষ্ঠার পরের বছরই তিনি দেশের প্রধানমন্ত্রী হন। তিনি একজন ধনকুবের এবং জর্জিয়ার রাজনীতিতে তাকে প্রচণ্ড প্রভাবশালী মনে করা হয়ে থাকে।
এম/এইচ