আন্তর্জাতিক

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই। এর ফলে দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  আগামী ৫ জুলাই রানঅফের (দ্বিতীয় দফা) তারিখ নির্ধারণ করা আছে।

শনিবার ( ২৯ জুন) ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের প্রথম ধাপে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ভোটের ৫০ শতাংশ ভোট পেতে হবে। কেউ যদি এই ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে না পারেন তাহলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে। যা রানঅফ নামে পরিচিত। এই রানঅফে লড়বেন নির্বাচনের প্রথম ধাপে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা।

ইরানে মোট ভোটার ৬ কোটি ৪৫ লাখ ২ হাজার ৩২১ জন। শুক্রবার (২৮ জুন) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোট দিয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫ জন।

নির্বাচনে চার প্রার্থীর মধ্যে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট, দ্বিতীয় অবস্থানে থাকা সাঈদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ২৯৮, তৃতীয় অবস্থানে আছে দেশটির বর্তমান স্পীকার বাঘের গালিবাফ। তিনি পেয়েছেন ৩৩ লাখ ৮৩ হাজার ৩৪০ ভোট। অন্যদিকে কট্টরপন্থি মোস্তফা পুরমোহাম্মদি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৯৭ ভোট।

আগামী ৫ জুলাই (রানঅফ) দ্বিতীয় দফার ভোটে লড়বেন প্রথম অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান ও দ্বিতীয় অবস্থানে থাকা সাঈদ জালিলি।

নিয়ম অনুযায়ী, ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গেলো মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ‍নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে আগাম নির্বাচনের প্রয়োজন পড়ে দেশটিতে।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন