ক্রিকেট

বুমরাহ ও কুলদীপকে সামলাতে মরকেলের পরামর্শ

ফাইনাল ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। দুই দলের লড়াইয়ের আগে নানা মন্তব্য উঠছে, সাবেকরা কথা বলছেন কত বিষয় নিয়ে। যার যার দলের বিশ্লেষণে উঠে-পড়ে লেগেছেন তারা। সাবেক দক্ষিণ আফ্রিকা পেসার মরনে মরকেল ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ ও স্পিনার কুলদীপ যাদব প্রসঙ্গে আলোকপাত করেছেন।

ভারত ও দক্ষিণ আফ্রিকা- দুই দলের পেসাররাই টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করেছেন। স্পিনাররাও কম ভেলকি দেখাননি। এবার বুমরাহ ও কুলদীপকে নিয়ে কী ধরনের পরিকল্পনায় থাকা উচিত দক্ষিণ আফ্রিকার, সে বিষয়ে পরামর্শ দিলেন মরকেল।

মরকেল বলেন, 'আমার মনে হয়, আপনাকে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। হ্যাঁ, তারা জানে জাসপ্রীত শুরুতে উইকেট নিয়ে নেয়। সে ডেথ ওভারে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন সে দুই ওভার বল করে। সত্যি বলতে আমার মনে হয়, আমাদের বেশি চিন্তা করা উচিত না। মাঝখানে বল করার ক্ষেত্রে কুলদীপ অবশ্যই অবিশ্বাস্য ভারতের জন্য, সে উইকেট সংগ্রহকারী। সে খেলা থামিয়ে দেয়, অনেক চাপ তৈরি করতে পারে। দক্ষিণ আফ্রিকার উচিত নিজেদের নার্ভ ধরে রাখা এবং সমীকরণ অনুযায়ী বল বাই বল খেলতে থাকা।'

ইএসপিএন ক্রিকইনফো’তে এসব কথা বলছিলেন মরকেল। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট সংগ্রহ করেছেন বুমরাহ। অন্যদিকে ৪ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন কুলদীপ।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন