ক্রিকেট

দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো ভারত

আন্তর্জাতিক ক্রিকেটে নারী দলের হয়ে নতুন ইতিহাসে পা দিল ভারত। এক ইনিংসে সবচেয়ে বেশি দলীয় সংগ্রহ গড়লো তারা। আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬০০ রান পেরিয়ে গেছে দলটি। দল হিসেবে এত বেশি রান সংগ্রহ করেনি এর আগে কোনো দল। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমেছে ভারত। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৫২৫ রানে দিন শেষ করে তারা। এরপর আজ দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৬০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

ভারতের পক্ষে ওপেনার শেফালি ভার্মা ১৯৭ বলে ২০৫ রান করেন। যা নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি। স্মৃতি মান্ধানার ব্যাটে আসে ১৬১ বলে ১৪৯ রান। এছাড়াও আরও ৩ ব্যাটারের কাছ থেকে আসে পঞ্চাশোর্ধ ইনিংস।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে এই রেকর্ড গড়লো ভারত। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৯ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন