কোহলির ফর্ম নিয়ে বিচলিত নয় ভারতের কেউ!
ভিরাট কোহলির ফর্ম কি ফাইনালের জন্য চিন্তার? এই প্রশ্ন আসতে পারে সমর্থকদের থেকে। তবে ভারতীয় দলের বর্তমান অবস্থা বলছে, এরকম কিছু না। সাবেকরাও একই কথা বলছে। দলের কোচ-অধিনায়ক তো বেশ নির্ভার আছেন। তারা বলছেন, ফাইনালে পারফর্ম করতে পারেন কোহলি- এমন বিশ্বাস তাদের।
এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭৫ রান করেছেন কোহলি। যে তিনি সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে ছিলেন, সেই তিনি বিশ্বকাপে এসে খুব বাজে ফর্ম দেখছেন। কোহলির আইপিএল আর দেশের হয়ে খেলার- এই ধারাবাহিকতার অভাব বেশ চোখে পড়ার মতো।
ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার বলেন, 'ভিরাট কোহলির ফর্ম নিয়ে বিচলিত নই। কারণ দলের ফর্ম আরও বেশি গুরুত্বপূর্ণ।'
এই সাবেক ক্রিকেটার বিশ্বাস করেন ভারত এবার বিশ্বকাপ জিতবে। টি-টোয়েন্টি ক্রিকেটের ধারাপাত বেশ ভালোভাবেই ধরতে পেরেছে ভারত- এমনটি বিশ্বাস করেন মাঞ্জরেকার।
শুধু মাঞ্জরেকার কোহলির ব্যাপারে এই বিশ্বাস রাখেন তা নয়। ভারতের কোচ ও অধিনায়কও তেমনটি মনে করেন। এই ব্যাটারের ব্যাপারে তারা চিন্তিত নন। বরং ফাইনালে কোহলির ব্যাট হাসবে, এমনটি মনে করেন তারা।
এম/এইচ