আর্কাইভ থেকে বাংলাদেশ

দুবাই কনস্যুলেট ‌‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেবে

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রবাসী বাংলাদেশীদের জন্য রেমিটেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করেছে।

বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান মো. মোজাফফর হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী বাংলাদেশী ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছেন তারা এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন।  পাঁচটি আলাদা ক্যাটাগরিতে এই অ্যওয়ার্ড দেয়া হবে। এর মধ্যে মাসিক ১২’শ দিরহাম বেতনের সমপরিমাণ ও এর নিচে সাধারণ কর্মীদের থেকে ১০জন, ১২’শ দিরহামের বেশী বেতনের সাধারণ কর্মীদের মধ্য থেকে ১০জন, ব্যবসায়ী (পুরুষ) ১০ জন, ব্যবসায়ী (নারী) ৫ জন ও পেশাজীবীদের মধ্যে প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, কনসালটেন্ট, সাংবাদিক, ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত প্রবাসীদের থেকে ১০জনকে এই পুরস্কার প্রদান করা হবে।

রেমিট্যান্স অ্যাওয়ার্ডের জন্য কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন দাখিল করতে হবে। 

mission.dubai@mofa.gov.bd ই-মেইল ঠিকানায় আবেদন দাখিল করা যাবে। 

এ সম্পর্কিত আরও পড়ুন