উড়ন্ত শুরুর পর, উইকেট হারিয়ে বিপাকে ভারত
বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত শর্মা ও ভিরাট কোহলি ব্যাট হাতে নেমেই উড়ন্ত শুরু করেন। মার্কো জানসেনের প্রথম ওভারেই আসে ১৫ টি রান। যা যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের প্রথম ওভারের জন্য সর্বোচ্চ রান। পরের ওভারে এসেই অবশ্য কেশব মহারাজ পেয়ে যান কাঙ্ক্ষিত দুইটি উইকেট। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে ভারতের সংগ্রহ আসে ৩ উইকেট হারিয়ে ৪৫।
দ্বিতীয় ওভার করতে এসে প্রথম দুই বলেই বাউন্ডারি আসে রোহিতের ব্যাট থেকে। এরপর চতুর্থ ও ষষ্ঠ বলে পাল্টে যায় ম্যাচের চিত্র। সুইপ করতে গিয়ে হেনরেইখ ক্লাসেনের হাতে আটকে যান রোহিত। ফিরতে হয় ৫ বলে ৯ রান করে।
এরপর এক বল বিরতি দিয়ে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটরক্ষকের হাতে পড়েন রিশাব পান্ট। ইনিংসের পঞ্চম ওভারে কাগিসো রাবাদা করতে আসেন নিজের দ্বিতীয় ওভার। সেই ওভারের তৃতীয় বলে আক্রমণাত্মক হতে গিয়ে ফাইন লেগে ক্যাচ আউট হয়ে ফিরে যান সূর্যকুমার যাদব।
পাওয়ারপ্লেতে দারুণ শুরুর পরেও উইকেট হারিয়ে কিছুটা চাপে হয়তো ভারত।