চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মো. জসীম উদ্দিনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীনে বর্তমান রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
কূটনৈতিক জীবনে জসিম উদ্দিন বিভিন্ন দেশে যেমন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একই সময়ে মাল্টা এবং আলবেনিয়ার ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন জসীম উদ্দিন। সে সময় উদ্ভাবনী সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কার পেয়েছেন তিনি।
রাষ্ট্রদূত জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জসীম উদ্দিন বিসিএস ১৩ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
টিআর