আর্কাইভ থেকে বাংলাদেশ

কানাডায় ছুরি হামলায় সন্দেহভাজন একজন নিহত

কানাডার সেন্ট্রাল সাসকাচোয়ান প্রদেশে পৃথক ছুরি হামলার দুই ঘাতকের একজনের মরদেহ সোমবার (০৫ সেপ্টেম্বর) উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। 

ওই ঘাতকের পরিচয়-   ডেমিন স্যান্ডারসন। বয়স তার ৩১ । 

পুলিশের ধারণা, রোববারের হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন অপর ব্যক্তি মাইলি স্যান্ডারসনই হত্যা করেছে ভাই ডেমিনকে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রোববার (৪ সেপ্টেম্বর) দুই ঘাতকের সিরিজ ছুরি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

পলাতক মাইলির সন্ধানে চলছে তল্লাশি অভিযান। পুলিশ ধারণা করছেন তিনি রেজিনা শহরে আছেন।

৩০ বছর বয়সি মাইলির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। 

দেশটির মধ্যাঞ্চলীয় দুটি এলাকার কমপক্ষে ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। 

জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে স্থানীয় সময় রোববার ভোর থেকে এ তাণ্ডব শুরু করে দুই সন্ত্রাসী। পুলিশ দুই ঘাতকের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে।

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন