আন্তর্জাতিক

৩ বছরে ৩১ হাজার ভারতীয় নারী গায়েব!

গেলো তিন বছরে ভারতের মধ্যপ্রদেশ থেকে ৩১ হাজারের বেশি নারী ও মেয়ে নিখোঁজ হয়েছে।  এদের মধ্যে ২৮ হাজার ৮৫৭ জন নারী এবং ২ হাজার ৯৪৪ জন মেয়ে।

২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এসব নারী ও মেয়ে নিখোঁজ হয়েছেন। বুধবার (৩ জুলাই) এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

ভারতীয় প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের এক প্রশ্নের জবাবে রাজ্যটির বিধানসভায় এই তথ্য প্রকাশ করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে প্রতিদিন গড়ে ২৮ নারী এবং তিনজন মেয়ে নিখোঁজ হয়। উদ্বেগজনক হারে এত নারী নিখোঁজ হলেও আনুষ্ঠানিকভাবে মাত্র ৭২৪টি নিখোঁজের মামলা নথিভুক্ত করা হয়েছে।

প্রদেশটির উজ্জয়িনে গত ৩৪ মাসে ৬৭৬ জন নারী নিখোঁজ হয়েছেন। তবে সেখানে এখনো একটি মামলা নথিভুক্ত করা হয়নি।

তবে সবচেয়ে বেশি নারী নিখোঁজ হয়েছে ইন্দোরে। সেখানে এই সময়ে ২ হাজার ৩৮৪ জন নারী লাপাত্তা হয়ে গেছেন। এই জেলায় সবচেয়ে বেশি নারীর সন্ধান না মিললেও সবচেয়ে বেশি মামালা হয়েছে সাগর জেলায়। সেখানে এখন পর্যন্ত ২৪৫টি মামলা হয়েছে।

এনএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন