দলীয় কর্মকাণ্ড পৌঁছে দিতে টিকটকে এলো বিএনপি
তরুণদের কাছে দলের বার্তা তথা দলীয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড পৌঁছে দিতে এবার শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম-টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের ক্রু স্টাফ মাহফুজ কবির মুক্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মাহফুজ কবির মুক্তা বলেন, টিকটকের প্রধান ভিউয়ার হচ্ছে দেশের টিনেজাররা। তাদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেয়ার জন্য এ অ্যাকাউন্টটা খোলা হয়েছে। টিকটকে বেশ কিছুদিন ধরেই দলের নানা কর্মকাণ্ডের ভিডিও পোস্ট দেওয়া হচ্ছে। গেলো ০৩ জুলাই রাতে বিএনপির পক্ষ থেকে দলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও জানান, বিএনপির এই টিকটক অ্যাকাউন্টটি দলের তথ্য ও প্রযুক্তি দপ্তর পরিচালনা করবে।
প্রসঙ্গত, এর আগে গেলো বছরের ২ জুন টিকটকে অ্যাকাউন্ট খোলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আই/এ