কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা
শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকা ২০২৪ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ এর কাধে ভর করে এবারের আসরে সেমিতে পা রাখল স্কলানির শিষ্যরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত থাকে নক আউট পর্বের এ হাই ভোল্টেজ ম্যাচ।
নিয়ম অনুযায়ী খেলা গড়ায় ট্রাইব্রেকারে। লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে। প্রতিপক্ষের গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গেজকে ভুল পথে পাঠালেও প্যানেককা শট বারপোস্টে লেগে চলে যায় ওপরে।
২০১৬ সালে কোপা আমেরিকা টুর্নামেন্টের ফাইনালে ম্যাচে মেসির পেনাল্টি মিসের স্মৃতিই যেনো ফিরে এসেছিল এনআরজি স্টেডিয়ামে। কিন্তু এবার আর হৃদয় ভাঙ্গেনি আকাশি নীলদের। পেনাল্টিতে আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে গেলেন এমি মার্টিনেজ। ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা।
আই/এ