আর্কাইভ থেকে বাংলাদেশ

সাবান, ডিটারজেন্ট ও টুথপেস্টের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে

সাম্প্রতিক সময়ে ১৫০ গ্রাম ওজনের ‘গায়ে মাখার সাবানের’ দাম ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি ডিটাজেন্টের দাম বেড়েছে ১০-১৫ টাকা। ৩০ টাকার পণ্য ৫০ টাকা হলে, সে দাম কীভাবে যৌক্তিক তার বাখ্যা চান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ কথা বলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে সাবান, ডিটারজেন্ট ও টুথপেষ্টের দাম। নিত্য ব্যবহার্য পণ্যের যতটুকু দাম হওয়া উচিত তা মানা হচ্ছে না।

শফিকুজ্জামান বলেন, এর সুযোগ নিচ্ছে অনেক ব্যবসায়ী ও উৎপাদনকারী। তাই বড় বড় কোম্পানিতে কেন অভিযান করা হবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সংস্থাটির দাবি, এভাবে চললে সাপ্লাই চেইনে সমস্যা থেকে যাবে৷

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন