আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে তেলের দাম বেশি রাখায় ভোক্তা অধিকারের জরিমানা

পঞ্চগড়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে পাম তেলের দাম বেশি রাখা ও বিএসটিআই নির্ধারিত পরিমাপের চেয়ে বোতলে তেলের পরিমান কম থাকায় ভোক্তা অধিকার কর্তৃক ইসলাম অয়েল এন্ড ফ্লাওয়ার মিল নামে এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার পঞ্চগড় সদর  উপজেলার রাজনগর এলাকায় বাজার তদারকি অভিযানে এই জরিমানা করেন পঞ্চগড় জেলা ভোক্তা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। 

জানা যায়, রাজনগর এলাকায় বাজার তদারকির অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বোতল প্রতি পাম তেলের দাম বেশি রাখায় এবং বিএসটিআই নির্ধারিত পরিমাপের চেয়ে তেলের পরিমান বোতলে কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৮ ধারার লঙ্ঘন অপরাধ করায় ইসলাম অয়েল এন্ড ফ্লাওয়ার মিল কে প্রশাসনিক ব্যবস্থায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন