শেষ হলো টনি ক্রুস অধ্যায়!
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির বিদায়, বিদায় টনি ক্রুসেরও! ক্যারিয়ারের শেষের কথা জানিয়েছিলেন কিছুদিন আগেই। রিয়াল মাদ্রিদের হয়ে শেষটা হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। আর দেশের হয়ে শেষটা হলো জার্মানির কোয়ার্টার ফাইনালে পরাজয়ের মধ্য দিয়ে।
জার্মানি ইউরোতে এসেছিল দারুণ ঝলক দেখিয়ে। দল হিসেবে ৩ বার ইউরো জিতেছে তারা। তার উপর নিজেদের ঘরের মাঠে খেলা। সবমিলিয়ে ছন্দ ভালোই ধরে রেখেছিল দলটি। তবে স্পেনের সাথে সাপে-নেউলে খেলা হলেও, শেষ পর্যন্ত ২-১ গোলের হার দিয়েই শেষ করতে হয়েছে এবারের আসর।
It was all love from everyone for Toni Kroos after his final football match ❤️#EURO2024 pic.twitter.com/NVUbvhAQak
— Optus Sport (@OptusSport) July 5, 2024
মাদ্রিদে যতটা আনন্দ নিয়ে বিদায় নিতে পেরেছেন ক্রুস, দেশের হয়ে তা আর হলো না। তবে বিদায়ের সময় সবাই মিলেই আবেগী হয়ে উঠলেন যেন। স্পেনের সমর্থকরা গ্যালারি থেকে ক্রুসকে অভ্যর্থনা জানিয়ে যাচ্ছিলেন। আর ক্রুসের মাদ্রিদ সতীর্থরাও নিজেদের ভালোবাসা জানিয়েছেন।
দুই খেলোয়াড় খেলোয়াড়দের ভালোবাসায় সিক্ত হয়েই বিদায় বললেন ক্রুস।
এম/এইচ