মার্তিনেজকে বিশ্বের সেরা গোলরক্ষক আখ্যা দিলেন মেসি
এমিলিয়ানো মার্তিনেজ নিজেকে এমন জায়গাতেই দেখতে চান। বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে তকমা পেলেন এমন একজনের কাছ থেকে, যাকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে মানতে আর তেমন বাঁধা নেই। লিওনেল মেসি এবার মার্তিনেজকে প্রশংসায় ভাসালেন বিশ্বের সেরা গোলরক্ষক বলে।
কোপা আমেরিকার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। যেখানে ম্যাচের প্রথম নব্বই মিনিটে ১-১ গোলে শেষ করে দুই দল। টাইব্রেকারে বরাবরই রাজা আর্জেন্টিনা গোলরক্ষক মার্তিনেজ। সেখানে তার নৈপুণ্যে ৪-২ গোলের জয়ে ম্যাচ শেষ করে মেসির দল।
সেই মার্তিনেজেই শেষ রক্ষা হয়েছে আকাশী নীলদের। ইকুয়েডরের নেওয়া প্রথম দুই শটই আটকে দিয়েছেন এই গোলরক্ষক। যিনি আর্জেন্টিনা শিবিরে ‘দিবু’ নামে পরিচিত। যার উপর সবসময় ভরসা রাখেন মেসি।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসি একটি পোস্ট করেছেন। যেখানে মার্তিনেজকে সেরা গোলরক্ষক অভিধা দিয়েছেন তিনি। মেসি লিখেছেন, 'আরও একটি ধাপ...কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা বেশ ভুগেছি। আমরা সেমিফাইনালে উঠতে পেরেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দলে আছে বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। এগিয়ে যাও আর্জেন্টিনা।'
মার্তিনেজের চওড়া ডানায় বেশ কয়েকবার আর্জেন্টিনার সুখবর রচনা হয়েছে। ভক্ত-সমর্থকরা সবচেয়ে মনে রাখবে হয়তো ২০২২ ফুটবল বিশ্বকাপের সময়। আগামী ১০ জুলাই আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হবে কানাডার বিপক্ষে।
এম/এইচ