ফুটবল

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন পর্তুগিজ কোচ

পর্তুগালে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনো পরিস্কার ঘোষণা বা বার্তা আসেনি। বরং দলটির কোচ রবার্তো মার্তিনেজ বলছেন, এমন কিছু বলার জন্য এটা খুব তাড়াতাড়ি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে পর্তুগাল।

পর্তুগালের জার্সিতে রোনালদো আর কতদিন খেলবেন, তা প্রশ্ন থেকে যাচ্ছে। এ নিয়ে আলোচনা উঠছে। অনেকে বলছিলেন, ইউরোতে পর্তুগিজদের বিদায়ের সাথে সাথে দেশের জার্সিতে রোনালদোর বিদায়ও লেখা হয়ে গেছে।

তবে পর্তুগাল কোচ মার্তিনেজ বলছেন, 'ম্যাচের পর এ সম্পর্কে বলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেখানে এখনো কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি।'

রোনালদো অবশ্য জানিয়েছেন এটাই তার শেষ ইউরো। স্বাভাবিকভাবে তাই হওয়ার কথা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিতে রোনালদো ২১২তম ম্যাচ খেলে নিলেন। তিনি এখন পর্যন্ত দেশের হয়ে ১৩০ টি গোল করেছেন।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন