বিএনপি

গনতন্ত্র ফেরাতে প্রভাব বিস্তার করবেন স্টারমার : ফখরুল

যুক্তরাজ্যের যে ঐতিহ্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করা, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেসব দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, গণতন্ত্রের ডেফিসিট (ঘাটতি) রয়েছে, সেগুলোতে তাদের যে প্রভাব, সেই প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন। বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন,  নির্বাচনে লেবার পার্টি একটা ল্যান্ডসাইড ভিক্টরি পেয়েছে। এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, টুইটারের মাধ্যমে স্টারমারকে কংগ্র্যাচুলেট করেছেন। বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে আবারও স্টারমারকে অভিনন্দন জানাচ্ছেন।

একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৃটেনের  অর্থনীতি-রাজনীতিতে, যে সমস্যা রয়েছে সেগুলো তিনি সমধানে নেতৃত্ব দিতে পারবেন।

এসময় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হওয়ায় তাকেও দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন