ফুটবল

নিজের শেষ ইউরো খেলে যে বার্তা দিলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ ইউরো ছিল। যা বেশ আশাহত হয়ে শেষ করলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পরাজিত হয়ে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে, আর সেখানেই হেরেছে রোনালদোরা।

চলতি ইউরোতে রোনালদো কোনো গোলও করতে পারেননি। পর্তুগাল তার কাছে যে ধরনের আশা করে, তা মেটাতে ব্যর্থ হয়েছেন এই তারকা। ধারণা করা হচ্ছিল পর্তুগালের হয়েও শেষ ম্যাচটি খেলে নিয়েছেন রোনালদো।

তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ সেরকম বলেননি। তিনি জানিয়েছেন, রোনালদো তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিজে নেওয়ার আগে তেমন কিছু বলা ঠিক হবে না। তবে এই ফুটবলার যে এখন তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পড়েছেন, তা তো নিশ্চিত করেই বলা যায়।

এরমধ্যে রোনালদো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, 'আমরা আরও বেশি আশা করেছিলাম। আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য। তোমরা আমাদের যা কিছু দিয়েছ আর আমরা যা অর্জন করেছি, তার সবকিছুর জন্য কৃতজ্ঞতা জানাই।'

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন