শিক্ষা

স্থিতিশীলতাকে বিনষ্ট করতেই কোটাবিরোধী আন্দোলন: শিক্ষামন্ত্রী

কোটাবিরোধী আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে উসকানি দেয়। এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা আদালত অবমাননার শামিল।

শিক্ষামন্ত্রীর দাবি, বিভিন্ন সময়ে জনপ্রিয় বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাই সেই ফাঁদে যেন শিক্ষার্থীদের পা না দেয় সেই আহ্বান জানান তিনি।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন