বাংলাদেশ

সৌদিতে মাদক কারবারের দায়ে ৭ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা ও পাচারের দায়ে সাত বাংলাদেশিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির মাদক বিরোধী পুলিশ। খবর- গালফ নিউজ

এ বিষয়ে সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট জানিয়েছে, ৩.৩ কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, ১২ হাজার ৪৩২টি অ্যামফিটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা ও চোরাচালানের দায়ে রিয়াদে এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

৭ বাংলাদেশি মাদককারবারির পাশাপাশি সংস্থাটি জেদ্দা নগরীতে ২১ হাজার অ্যামফিটামিন বিক্রির অভিযোগে দুই জন সিরিয়া ও একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে।

এছাড়া মদিনায় আলাদা একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ অভিযানে ৭৫ হাজার ৬ শ অ্যামফিটামিন  বিক্রির অভিযোগে একজন প্রবাসী ও একজন সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি দেশটির সীমান্ত পুলিশ ৪০ কেজি অবৈধ কাত পাচারের অভিযোগে দুইজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে।

সম্প্রতি সৌদি আরবে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযানকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করছে দেশটির সরকার।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন