দেশজুড়ে

ট্রেনে কাটা পাঁচ মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটাপড়া নিহত ৫ জনের কারোই পরিচয় মেলেনি। তদন্তের প্রেক্ষিতে নেয়া ফিঙ্গারপ্রিন্টেও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি । পরে ভিসেরা নমুনা সংগ্রহ শেষে বেওয়ারিশ হিসেবেই নিহতদের দাফন করা হয়েছে।

গেলো সোমবার (৮ জুলাই) রাত ১২টায়  রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয় বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম।

পিবিআই জানায়, নিহতদের ফিঙ্গারপ্রিন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে না মেলায় প্রাথমিকভাবে তাদের বেওয়ারিশ হিসেবে ঘোষণা করা হয়। সেই সাথে ভিসেরা নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণের পর রাতেই নরসিংদী রেলওয়ে কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, গেলো সোমবার ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় সকাল থেকে বিচ্ছিন্নভাবে পড়ে ছিল ৫ টি মরদেহ। ধারনা করা হচ্ছে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলের নিচে কাটা পড়েই তাদের করুণ মৃত্যু হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন