জাতীয়

ওমানে শ্রমবাজার উন্মুক্ত, বৈধতা পাবে অবৈধ বাংলাদেশিরা : প্রতিমন্ত্রী

ওমান সরকার চিকিৎসক,নার্সসহ ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে। একইস‌ঙ্গে দেশ‌টি অবৈধ ৯৬ হাজার বাংলাদেশি কর্মী‌কে বৈধতা দে‌বে। এছাড়া অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান।   বললেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (৯ জুলাই) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা জানান প্রতিমন্ত্রী।

শফিকুর রহমান চৌধুরী বলেন, ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে । এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে। সরকার চায় বাংলাদেশের একটি টিটিসিতে ওমানের চাহিদামতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে।

এর আগে গেলো বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া বন্ধ ঘোষণা করে ওমান।

তবে চলতি বছরের ১২ জুন বাংলাদেশে স্থাপিত ওমান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে অব্যাহতি দেয়া হয়েছে। যাদের মধ্যে রয়েছে: ফ্যামিলি ভিসা, জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চআয়ের আর্থিক ক্ষমতাসম্পন্ন পর্যটকদের ভিসা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন