লামিনে ইয়ামাল বললেন, 'এবার কথা বলো'
চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা গোল করলেন স্প্যানিশ কিশোর লামিনে ইয়ামাল। দলের হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন প্রতিদিন, প্রতিটি ম্যাচে। নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন যেন, আর সবাইকে জানান দিচ্ছেন ভবিষ্যৎ নিয়ে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের মতো ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডারের কথাতেও চাপ নেননি ইয়ামাল। বরং সেমিতে স্পেন নিজেদের প্রথম গোল পায় ইয়ামালের পা থাকে।
ফ্রেঞ্চ মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওর প্রশ্ন তুলেছিলেন। ইয়ামালের বয়সটা এখনো ১৭’তেও পড়েনি, কেবল মাত্র ১৬ চলছে। এত কম বয়সে স্পেনের হয়ে ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন। আবার ইউরোর মতো বড় আসরে, যা সবার নজর কেড়েছে।
রাবিওরের প্রশ্ন প্রসঙ্গে আসা যাক। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে এই মিডফিল্ডার বলেন, 'অবশ্যই তার (ইয়ামাল) জন্য এত বড় টুর্নামেন্টে সেমিফাইনালের মতো ম্যাচ খেলতে পারা কঠিন হয়ে যাবে।'
'তার ওপর চাপ তৈরি করার দায়িত্ব আমাদের, তার আরামের জায়গা থেকে বের করার দায়িত্বটাও। ইউরোর ফাইনালে পৌঁছাতে হলে, সে এখন পর্যন্ত যা করেছে- তার চেয়ে বেশি করতে হবে।'
Before Spain vs. France, Rabiot said Lamine Yamal needed to do more than he's done now.
After Spain beat France, Lamine Yamal said this to the camera 🥶 pic.twitter.com/S2DAXh6cq2
— ESPN FC (@ESPNFC) July 9, 2024
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সেমিফাইনালের ম্যাচের আগে একটি স্টোরি দেন ইয়ামাল। যেখানে লেখা ছিল, 'নীরবে সরে যান, যখন চেকমেট বলতে পারবেন তখনই কথা বলুন।'
ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয় পায় স্পেন। এই ম্যাচে ইয়ামাল দারুণ এক গোল করেন। ম্যাচ শেষ হলে এই কিশোর ফুটবলার বলেন, ‘স্পিক নাউ’ অর্থাৎ ‘এবার কথা বলো’- যা ফুটবলপ্রেমীদের মধ্যেও দারুণ সাড়া তুলেছে।
এম/এইচ