আর্কাইভ থেকে জাতীয়

প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে নিরপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মণ্ডপে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক। এবার সব মণ্ডপে স্থায়ীভাবে আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি মণ্ডপে পূজা আয়োজন কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক রাখতে হবে।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ গুজব রটালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন