দেশজুড়ে

উন্নত বেতন কাঠামোর সঙ্গে মর্যাদার লড়াই চাই : রাবি অধ্যাপক

আমরা উন্নত বেতন কাঠামোর সঙ্গে মর্যাদার লড়াই চাই। আমরা প্রত্যয় স্কিম থেকে বের হওয়ার জন্য আন্দোলন শুরু করলেও আমাদের আন্দোলন দিনদিন স্বতন্ত্র বেতন স্কেলের দিকেই এগিয়ে যাচ্ছে। স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনই আমাদের মূল আন্দোলন। বললেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওমর ফারুক সরকার।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডের পাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন রাবি অধ্যাপক।

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন,  বর্তমানে তাঁরা শুধু বেতন পান, কিন্তু সম্মান-মর্যাদা পান না। এখন এটি তাদের মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তাঁরা উন্নত বেতন কাঠামোর সঙ্গে মর্যাদার লড়াই চান।  সেই মর্যাদার লড়াইয়ের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়ে শিক্ষকদের আস্থার জায়গায় পরিণত হবেন বলে তিনি বিশ্বাস করেন।

ওমর ফারুক সরকার বলেন, গ্রামীণফোনের সিনিয়র কর্মকর্তারাও মাসে চার-পাঁচ লাখ টাকা বেতন পান। তাছাড়া বেসরকারি কর্মকর্তারাও একেকজন ভালো মানের বেতন পান, তাতে শিক্ষকদের কী? তাঁরা রাষ্ট্রীয় কাঠামোয় বেতন পাবেন, কিন্তু তাদের কোনো মর্যাদা থাকবে না, তা তো কোনোভাবেই হতে পারে না।

রাবি অধ্যাপক আরও বলেন, ‘আমলাদের মধ্যে অনেক দক্ষ লোক যেমন রয়েছেন, তেমনি কিছু অদক্ষ লোকও রয়েছেন, সেটি ইতোমধ্যে প্রমাণিত। যারা বিসিএস প্রশ্নফাঁসের মাধ্যমে আমলা হচ্ছেন, তারাই প্রত্যয় স্কিমের মতো এমন সিদ্ধান্ত নিয়ে থাকবেন।

প্রসঙ্গত, সারাদেশের মত ১১ দিনের মতো চলছে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন