আন্তর্জাতিক

এক যুগ পর মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু

মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সিরিয়ার মধ্যে ১২ বছর পর বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের পর ২০১২ সালে বন্ধ হয়ে যায় দুই দেশের বিমান চলাচল।

স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট আবার শুরু হয়। আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দামেস্ক থেকে দেশটির রাষ্ট্রীয় সংস্থা সিরিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ১৭০ যাত্রী নিয়ে রিয়াদে অবতরণ করে। এর মধ্যে দিয়ে রুটটি সচল হয়েছে।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলেমান খলিল বলেছেন, চাহিদার ভিত্তিতে জেদ্দা এবং দাম্মামের বিমানবন্দরগুলোকে কভার করার জন্য সরাসরি রুটটি প্রসারিত করা যেতে পারে।

২০০৯ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বৈরিতায় রূপ নিতে শুরু করে। এর ধারবাহিকতায় একসময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়, বন্ধ হয়ে যায় সরাসরি ফ্লাইটও।

কেএস/

এ সম্পর্কিত আরও পড়ুন