বাংলাদেশ

দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ কোটা বিরোধীদের

সরকারি চাকরিতে ৫ শতাংশের বেশি কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে রাজধানীর বাইরে গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পুলিশি বাধা ভেঙে ঢাকা-আরিচা, ঢাকা-চট্রগ্রাম, ও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

(১১ জুলাই) বিকেলে পুলিশের বাধা অতিক্রম করে এসব মহাসড়কে অবস্থান নেন জাহাঙ্গীরনগর, কুমিল্লা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের বাঁধা অতিক্রক করে মহাসড়কে অবস্থান নেয় তাঁরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধের জন্য মিছিলসহকারে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে দেয় পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ অবরোধ স্থান ও আশেপাশে অবস্থান নেয়। তবে শিক্ষার্থীরা পুলিশের বাধা টপকে গেট খুলে সড়কে অবস্থান নেন। পরবর্তীতে পুলিশ অবরোধ স্থান থেকে দূরে অবস্থান নেয়।

এদিকে বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তা উপেক্ষা করে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেন।

প্রসঙ্গত, এসব মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এতো দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন