আর্কাইভ থেকে বাংলাদেশ

রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের এক রেট

রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের এক রেট নির্ধারণ করেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখন থেকে প্রতি ডলার সর্বোচ্চ ১০৮ টাকা হিসেবে প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহ করবে। সঙ্গে সরকারের আড়াই টাকা প্রণোদনা যোগ হলে রেমিট্যান্সে মিলবে ১১০ টাকা ৫০ পয়সা।

রপ্তানি বিল নগদায়ন হবে প্রতি ডলার ৯৯ টাকায়। আমদানি বিল নিষ্পত্তি ১০৪ টাকা ৫০ পয়সায় দেয়া হবে।

অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ হবে ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো।

এ সম্পর্কিত আরও পড়ুন