ক্রিকেট

অ্যান্ডারসনের শেষ টেস্ট জয়ে রঙিন করলো ইংলিশরা

জেমস অ্যান্ডারসনের শেষ টেস্টে জয়ের আনন্দে ভাসলো ইংল্যান্ড। খুব সহজেই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিতে গেছে ইংলিশরা। আর এই ম্যাচের মধ্যে দিয়ে শেষ হলো অ্যান্ডারসনের ক্রিকেট ক্যারিয়ার। আজ চলছিল তৃতীয় দিনের খেলা, সকালের প্রথম এক ঘণ্টার কিছু বেশি সময় লাগে ম্যাচটি শেষ হতে আর ইংল্যান্ড ম্যাচটি জিতে নেয় ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে।

একচল্লিশ বছর বয়সী অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট। এই ইংলিশ ফাস্ট বোলার ইতির ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। আর সেই ইতি টানা হলো এই ম্যাচের মধ্য দিয়ে। প্রথম ইনিংসে ১ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট সংগ্রহ করেছেন এই বোলার।

লর্ডসে টসে জিতেছিল ইংল্যান্ড। প্রথমে ফিল্ডিং করারা সিদ্ধান্ত নেয় দলটি। উইন্ডিজ দল প্রথমে ব্যাট করতে নেমে অল্প পুঁজিতে নিজেদের ইনিংস শেষ করে। মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় তারা। এই ইনিংসে ইংলিশদের পক্ষে বোলিংয়ে দাপট দেখান ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন। তিনি একাই নিয়েছেন ৭ উইকেট।

পরের ইনিংসে ব্যাট করতে নেমে চারটি ফিফটিতে ৩৭১ রান তোলে ইংল্যান্ড। যেখানে জ্যাক ক্রলি ৭৬, জেমি স্মিথ করেন ৭০ টি রান। রানের চাপে নিজেদের দ্বিতীয় ইনিংসেও সুবিধা করে উঠতে পারেনি উইন্ডিজরা।

দ্বিতীয় দিনেই ৬ উইকেট হারিয়ে ৭৯ রান নিয়ে দিন শেষ করে সফরকারী দল। এরপর আজ তৃতীয় দিনেও তেমন কেউ লড়াই করতে পারেনি, গুদাকেশ মোতি ছাড়া। এই ব্যাটার ৩৫ বলে ৩১ রান নিয়ে অপরাজিত ছিলেন। এই ইনিংসে মোতির রান ছিল উইন্ডিজদের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এই ইনিংসেও ৫ টি উইকেট সংগ্রহ করেন অ্যাটকিনসন। আর অ্যান্ডারসনের ঝুলিতে আসে ৩ টি উইকেট, বেন স্টোকস নিয়েছেন ২ উইকেট।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন