নতুন নির্বাচক কমিটি ঘোষণা করলো পাকিস্তান
পাকিস্তানের ক্রিকেটে পরিবর্তন চলতেই থাকে। এবার নির্বাচক কমিটিতে এসেছে পরিবর্তন। সম্প্রতি ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে এই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর বহাল রাখা হয়েছে মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে। শুক্রবার (১২ জুলাই ) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই নতুন কমিতি ঘোষণা করে।
পাকিস্তানের ঘোষিত নতুন নির্বাচক কমিটি ৪ জনে সদস্য নিয়ে গঠন করা হয়েছে। যেখানে লাল ও সাদা বলের অধিনায়ক, দুই সংস্করণের কোচ; গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পি, আসাদ শফিক ও মোহাম্মদ ইউসুফ। এই সদস্যদের ভোট দেওয়ার ক্ষমতা থাকবে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছে পাকিস্তানের পারফরম্যান্স। ফলে স্বাভাবিকভাবেই দলটির নীতিনির্ধারক পর্যায়ে নানা আলোচনা চলছি। পিসিবিতে যা হয়, নানারকম পরিবর্তন- সেসব কথাও শোনা যাচ্ছিল। তা কোচ-অধিনায়ক থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায়। বিশেষ করে নির্বাচক কমিটি পরিবর্তন হবে বলেও জানা যায় বিভিন্ন মাধ্যম থেকে।
এরমধ্যেই সম্প্রতি ওয়াহাব ও রাজ্জাককে নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করে পিসিবি। আর বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ঘোষণা করল নতুন কমিটি।
এম/এইচ